শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জলঢাকায় স্কাউটসের দল গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ভবদিশ রায়,  জলঢাকা প্রতিনিধিঃ “দুরে থেকেও কাছে থাকি, দেশটাকে ভালোবাসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও কাব লিডারদের নিয়ে দল গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৬ জুলাই সকালে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আতাউল গণী ওসমানী, বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলার কমিশনার বঙ্কিম চন্দ্র রায়, সহ কমিশনার আমিনুর রহমান, বেলাল হোসেন, সম্পাদক মর্তুজা ইসলাম,  যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ বাবু, কাব লিডার রমানাথ রায় প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান উপস্থিত প্রধান শিক্ষকদের উদ্দেশে বলেন, করোনা ভাইরাস মোকাবেলা করে উপজেলার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে হবে। এছাড়াও তিনি স্কাউটস আন্দোলন জোরদার করে জলঢাকা উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা করতে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় জলঢাকা উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় উদ্বুদ্ধকরণ সভায় উপজেলার ৪০ জন প্রধান শিক্ষক ও কাব ইউনিট লিডার অংশগ্রহণ করে।

Spread the love