শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জলঢাকায় স্বাস্থ্যকর্মীসহ ৭ জনের দেহে করোনা পজেটিভ

ভবদিশ রায়, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় শনিবার  (৪ জুলাই) ঢাকা ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন করে ২ জন স্বাস্থ্যকর্মীসহ ৩ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরেছে। এর আগে গতকাল শুক্রবার ঢাকা ল্যাবের নমুনা পরীক্ষায়  নতুন করে আরো ৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা ল্যাব থেকে আসা নমুনা টেস্টে নতুন করে এই ৪ জনের শরীরে  করোনা পজেটিভ আসে। তারা ২১ জুন নমুনা দিয়েছিল। এর মধ্যে পৌরসভার মাথাভাঙ্গায় ২ জন, কাঠালী ইউনিয়নের  দেশিবাঈ এলাকায় ১জন ও কৈমারি ইউনিয়নের  মৌয়ামারি এলাকায় ১ জন। এদিকে আজ শনিবার বিকেলে ঢাকা ল্যাবের নমুনা টেস্টে জলঢাকা হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মী ও গ্রামীন ব্যাংকের ১ জন এনজিওকর্মীসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়। তারা ২৮ জুন নমুনা দিয়েছিল। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ জন। এর মধ্য ২ জন মারা গেছে।

Spread the love