শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জলঢাকায় ৪ শত শ্রমিকের মাঝে শুকনা খাবার বিতরন

ভবদিশ রায়, জলঢাকা প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে নীলফামারীর জলঢাকা উপজেলায় কর্মহীন হয়ে পড়া ৪শত শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে শুকনা খাবার বিতরন করা হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কিছু মহৎপ্রান ব্যাক্তির আর্থিক সহযোগিতায় উপজেলা স্কাউটসের উদ্দ্যোগে উপজেলার রেস্তোরা ও পরিবহন সেক্টরে কর্মরত ৩ শত শ্রমিকসহ আরো ১ শত দুস্থ অসহায় কর্মহীন মানুষের মাঝে এসব শুকনা খাবার তুলে দেন সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সম্পাদক মর্তুজা ইসলাম, কাব লিডার রমানাথ রায়, সহযোজি সদস্য মাহাতাব মাস্টার, ইউনিট লিডার শরিফুল ইসলাম লাবলু, এমএ হালিম ও হেবজো আরা প্রমুখ। এসময় তাদের মাঝে ৫ কেজি করে চাল, ৩ কেজি আলু এবং হাফ কেজি করে তেল ও লবন বিতরন করা হয়। এসময় উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, দুর্যোগ মুহুর্তে উপজেলার দুস্থ অসহায় মানুষের পাশে যারা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি দেশ বিদেশে থাকা এই উপজেলার হৃদয়বান ব্যাক্তিদের করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতা করার আহবান জানান।

Spread the love