বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জলাতঙ্ক রোগ সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২৫০ শয্যা বিশিস্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী বলেছেন ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুল করতে চাই জনসচেতনতা। জলাতঙ্ক রোগ একটি মরণ ব্যধি রোগ। বিড়াল, কুকুর, বেজি, শেয়াল ও বন্য জন্তু কাউকে কামড় দিলে সঙ্গে সঙ্গে খারযুক্ত সাবান অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে ক্ষত স্থানে বিশ মিনিট ঝুতে পারলে জলাতঙ্কের জিবানু ৭০ ভাগ মুক্ত হবে। পরে হাসপাতালে গিয়ে নিয়মমত ভেকসিন দিলে জলাতঙ্ক রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব।

১৯ জানুয়ারী রোববার চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী আমেনা বাকী স্কুল এন্ড কলেজে সিভিল সার্জন অফিস দিনাজপুর এর আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা’র সহযোগিতায় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে জলাতঙ্ক রোগ সম্পর্কে জনউদ্বুদ্ধকরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসময় কলেজের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, এবি ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক সামসুল হক বক্তব্য রাখেন। জলাতঙ্ক রোগ নিয়ে আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা’র সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাব্বি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মোঃ আজমল হক। বিকেল ৩টায় চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে জলাতঙ্ক রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের করণীয় ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ মোঃ আহাদ আলী।

Spread the love