বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী আইনজীবি নেতৃবৃন্দের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময় সভা

Khaladaরাত পৌনে ৯টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । প্রায় এক ঘণ্টা ব্যাপী এই মতবিনিময় সভা চলে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মতবিনিময় করেন। গত ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর আন্দোলন ও করণীয় বিষয়ে আইনজীবীদের মতামত শোনেন তিনি।
সভায় আসন্ন ঢাকা আইনজীবি সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল ঠিক করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
বৈঠকে আইনজীবীদের মধ্যে ছিলেন- জমিরউদ্দিন সরকার, জয়নুল আবেদীন, শাহজাহান ওমর, এ জে মোহাম্মদ আলী, মাহবুবউদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, জিয়াউর রহমান খান, নিতাই রায় চৌধুরী, খোরশেদ মিয়া আলম, সানাউল্লাহ মিয়া, লুৎফে আলম, মাসুদ আহমেদ তালুকদার, মকবুল হোসেন ফকির, আব্দুল্লাহ মাহামুদ হাসান, মোহাম্মাদ মহসিন মিয়া, বোরহান উদ্দিন, গোলাম মোস্তফা খান, মোহাম্মদ ইকবাল হোসেন, মল্লিক শফি উদ্দিন আহমেদ, শাহ মোহাম্মদ শাহাবুদ্দিন, একেএম সোহরাব, শামীমা আক্তার শাম্মী প্রমুখ।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।

Spread the love