শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে বাল্য বিবাহ প্রতিরোধে বিরলে সচেতনতামূলক সাইকেল র‌্যালী ও আলোচনা সভা

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৮ উপলক্ষ্যে বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতামূলক সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিরল উপজেলা পরিষদ চত্বর থেকে সাইকেল র‌্যালীটি শুরু করে উপজেলার ঢেড়াপাটিয়া, ফুলবাড়ী-গগণপুর, নাড়াবাড়ী, পাকুড়া মোড়, রামপুর-বুনিয়াদপুর-বিরল বাজার হয়ে পূণরায় উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে আসে।

প্রধান অতিথি হিসাবে র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর সহযোগিতায়, সাইকেল র‌্যালীটিতে সাইকেল চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজতৈনিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, পুলিশ, গ্রাম পুলিশ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৪ শতাধীক ছাত্রী সাইকেল নিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন। সাইকেল র‌্যালীটি উপজেলার প্রায় ৩০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে।

Spread the love