শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় তামাকমুক্ত দিবসে বিরামপুরে উন্মুক্ত’র মানববন্ধন

মো.মাহাবুর রহমান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি॥ ‘বাংলাদেশে ই-সিগারেট নিষিদ্ধ করা হোক’ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার উন্মুক্ত’র উদ্যোগে ‘উন্মুক্ত পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র’র সামনে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ (এএফআইবি) এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন শেষে উন্মুক্ত পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী মন্ডল। এছাড়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রহমত আলী, পোড়াগ্রাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইয়াসিন আলী, আফসার আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হুদা, অত্র এলাকার কাজী রায়হান রেজা, উন্মুক্ত’র সভাপতি ডা. মো. জাকিরুল ইসলাম, সদস্য আজিজুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন, আজিজুল মেম্বার (প্রাক্তন), হেলাল উদ্দিন, গাজলুর রহমান, মফিজুল হক, আনারুল হক, জালাল আহাম্মেদ, কালাম হোসেন, ইব্রাহিম হোসেন, ইয়থ গ্রুপের সদস্য আরমান আলী, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, মুঞ্জুর রহমান, শ্রী কাজল পাহান, শ্রী আজল পাহান, মুনিম বিল্লাহসহ আরো অনেকে।

মানববন্ধন পরবর্তী আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উন্মুক্ত’র সভাপতি ডা. মো. জাকিরুল ইসলাম। আলোচনা সভায় বক্তাগণ ৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবসকে সরকারিভাবে ঘোষণাসহ বাংলাদেশে ই-সিগারেট সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি জানান।

এছাড়া বক্তারা তামাকজাত দ্রব্যের প্রচার-প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধসহ ই-সিগারেট নিষিদ্ধে সরকারের নীতি নির্ধারক এর সু-দৃষ্টি কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন উন্মুক্ত’র সাধারণ সম্পাদক মো. খুরশীদ আল মাহমুদ।

Spread the love