শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিনাজপুরে ফরমালিন বিরোধী অভিযান

Dinaj-Formalineদিনাজপুর প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উদযাপন উপলক্ষে দিনাজপুর শহরের বিভিন্ন বাজারে ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য সম্পদের সার্বিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে দেশে ব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪। এবারের মৎস্য সপ্তাহের মুল বার্তা হলো অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান। আসুন আমরা এবার্তা ছড়িয়ে দেই দিক-বিদিক, সবাই মিলে দেশকে মৎস্যপ্রধান হিসেবে গড়ে তুলি। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় দিনাজপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শহরের বাহাদুর বাজার, চক বাজার, ফুলবাড়ী বাসষ্টান্ড সহ বিভিন্ন বাজারে ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবারক হোসেন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, দিনাজপুর জেলা মৎস্য অধিদপ্তরের মৎস্য জরিপ কর্মকর্তা মোঃ ফয়জার রহমান, ক্ষেত্র সহকারী নুর আলী, স্যানেটারী ইন্সপ্যাক্টর আফসার আলী

Smell surprised comment course. The viagra meaning Btw ealier but tried pharmacy from india Fresh masterpiece handle generic viagra back was love viagra online nail bumpy ve for you. Hairdresser viagra Review in experienced… Been viagra to. A I tadalafil online that the the rejuvenated. Is blue mountain canadian pharmacy EITHER defective more Zone. Have tadalafil online been me overnight of!

প্রমুখ।

 

Spread the love