মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বার্ষিক সাধারণ সভায় ভিসি হাবিপ্রবি

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ।। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. রুহুল আমিন বলেছেন অসম্প্রদায়িক দেশ গড়তে সর্বত্র রবীন্দ্র চ্চর্চা ছড়িয়ে দিতে পারে সাংস্কৃতিক কর্মীরা। শুধু অনুষ্ঠানে রবীন্দ্র নাথ নয়, রবীন্দ্র নাথ আমাদের চেতনায়। বিবেকবান আলোকিত মানুষ গড়তে হলে সংস্কৃতিমনা মানুষ গড়ে তুলতে হবে। মন্দির বা মসজিদ পরিস্কার না থাকলে যেমন উপাসনা হয় না ঠিক তেমনি মনকে পরিস্কার রাখতে হলে সাংস্কৃতিক চর্চা করতে হয়। বিবেকবান ও সংস্কৃতিমনা আলোকিত মানুষই পারে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে।

গতকাল শনিবার জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর আয়োজিত স্থানীয় নাট্য সমিতি হলে দ্বি-বার্ষিক সম্মিলন-১৪২২ সম্মিলন উদ্বোধন এবং র‌্যালীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সম্মিলন পরিচালনা পর্ষদের আহবায়ক মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবলু। নাট্যজন কাজী বোরহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মিলন ভট্টাচার্য্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্পাদক নীলোৎপল সাধ্য। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদ দিনাজপুর শাখার সভাপতি আজাদী হাই। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রবিউল আউয়াল খোকা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত। শুভেচ্ছা বক্তব্য SAMSUNG CAMERA PICTURESরাখেন সহ-সভাপতি ডাঃ আহাদ আলী, ভৈরবী রহমতুল্লাহ, আজকের থিয়েটারের তারিকজ্জামান তারেক, উদীচীর জলিল আহাম্মেদ, নাট্য সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদুলস্নাহ, মহিলা পরিষদের ড. মারম্নফা বেগম, জেলা কালচারাল অফিসার আসফ-উদ-দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল বাচ্চু। দুপুরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে উপস্থিত সদস্যরা রবিউল আউয়াল খোকাকে সভাপতি ও আবু সায়েদকে সেক্রেটারী করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয় এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের শুরম্নতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার শিল্পীরা।SAMSUNG CAMERA PICTURES

 

 

 

Spread the love