শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবসে ফরক্কাবাদ ইউপি’র দেওয়ানজী দিঘী দাখিল মাদ্রাসায় আলোচনা সভায় ডাঃ মানব

মোঃ ইউসুফ আলী ঃ স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উদযাপন উপলÿে দিনাজপুর বিরল উপজেলার ২ নং ফরাক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজী দিঘী ঈদঃ ইসঃ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বুধবার বিকেলে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ তার জীবনও কর্মের উপর গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক এমপি বাবু সতীশ চন্দ্র রায় এর পুত্র বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি সহ-সম্পাদক ডাঃ মানবেন্দ্র রায় মানব। স্থানীয় সমাজসেবক মোকাদ্দেস আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২ নং ইউপি কৃষকলীগের সভাপতি মোঃ মেহরাব আলী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মাজেদুর রহমান, মোঃ জসিম উদ্দীন, ৩ নং ধামইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ রমজান আলী, মোঃ আমজাদ আলী, বিরল থানা শাখা যুবলীগের সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান প্রমুখ। এর আগে আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি সহ-সম্পাদক ডাঃ মানবেন্দ্র রায় মানব সকালে প্রথমে বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরশহরে ও পরে বিরল পৌরশহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজলি অর্পন করেন। এ ছাড়াও তিনি বোচাগঞ্জ ও বিরলের বিভিন্ন স্থানে গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ সেরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, কাজী মোঃ এনামুল হক, সমাজসেকব মাজেদুর রহমান সেলু, রবিউল ইসলাম ও ইউপি সেক্রেটারী মোহাম্মদ আলী প্রমুখ।

Spread the love