বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাপানে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী সুনামি বিপর্যয়ের তৃতীয় বার্ষিকী পালিত

Japan__ডেস্ক নিউজ: জাপানে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী সুনামি বিপর্যয়ের তৃতীয় বার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। ২০১১ সালের এ দিনে এক শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে প্রায় ১৮ হাজার লোক নিহত বা নিখোঁজ হয়। এ ছাড়া উপকূলবর্তী এলাকা ধবংস হয়ে যায় এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যু কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রসত্ম হয়। এতে চারদিকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এরপর থেকে পারমাণবিক বিদ্যু কেন্দ্র বন্ধের দাবি ওঠে দেশটিতে।  দুর্যোগ কবলিত এলাকা ও রাজধানী টোকিও’র বিভিন্ন শহর ও নগরীতে ওই সময়ের দুঃসহ বেদনার কথা স্মরণ করতে বিভিন্ন স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  জাপানের সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকোর ভয়াবহতম ওই দুর্যোগে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। ২০১১ সালের ১১ মার্চ স্থানীয় সময় বেলা ২টা ৪৬ মিনিটে দেশটিতে রিখটার স্কেলে ৯ মাত্রার ভয়াবহতম এ ভূমিকম্প আঘাত হানে। আজ ঠিক এই সময়টিতেই স্থানীয় সরকারগুলোর সুনামি সতর্কতা সাইরেন বাজানোর কথা রয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর সুনামিতে মোট ১৫ হাজার ৮৮৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়। এ ছাড়া ২ হাজার ৬৩৩ জনের এখনও কোন হদিস পাওয়া যায়নি। উদ্ধারকারীরা এখনও সেখানে মানুষের দেহাবশেষ খুঁজে চলেছেন।

Spread the love