বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাপার ২৯৯ আসনের চূড়ান্ত প্রার্থীরা

54943আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে রাষ্ট্রপতির সম্মানে কিশোরগঞ্জ-৪ আসনে কোন প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। শুক্রবার সন্ধ্যায় ২৯৯ প্রার্থীকেই মোবাইলে এসএমএস’র মাধ্যমে মনোনয়নের বিষয়টি জানানো হয়। এ ২৯৯ আসনে যারা দলীয় চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন তারা হলেন-

রংপুর বিভাগ-
পঞ্চগড়-১ মোহাম্মদ আবু সালেক, পঞ্চগড়-২ মো. লুৎফর রহমান, ঠাকুরগাঁও-১ সুলতান ফেরদৌস, ঠাকুরগাঁও-২ নূরুন নাহার বেগম, ঠাকুরগাওঁ-৩ হাফিজ উদ্দিন আহমেদ, দিনাজপুর-১ শাহীনুর  ইসলাম, দিনাজপুর-২ ড. আনোয়ার চৌধুরী জীবন, দিনাজপুর-৩ আহমেদ শফি রুবেল, দিনাজপুর-৪ সেকেন্দার আলী শাহ, দিনাজপুর-৫ এড. নুরুল  ইসলাম, দিনাজপুর-৬ দেলোয়ার হোসেন, নীলফামারী-১ জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী-২ জয়নাল আবেদীন, নীলফামারী-৩ কাজী ফারুক কাদের, নীলফামারী-৪ আলহাজ্ব শওকত চৌধুরী, লালমনিরহাট-১ হুসেইন মুহম্মদ এরশাদ, লালমনিরহাট-২ মো. মজিবুর রহমান, লালমনিরহাট-৩ গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-১ মশিউর রহমান রাঙ্গা, রংপুর-২ মো. আসাদুজ্জামান চৌধুরী, রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ, রংপুর-৪ করিম উদ্দিন ভরসা, রংপুর-৫-এস.এম ফখরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর-৬ মো. নূর আলম মিয়া (যাদু), কুড়িগ্রাম-১ এ.কে.এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ মো. তাজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম-৩ এ.কে.এম মাইদুল ইসলাম, কুড়িগ্রাম-৪ অধ্যক্ষ মো. ইউনূস, গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার, গাইবান্ধা-৪ লুৎফর রহমান চৌধুরী, গাইবান্ধা- ৫ বেগম রওশন এরশাদ,

রাজশাহী বিভাগ-
জয়পুরহাট-১ আ.স.ম মোক্তাদির তিতাস মোস্তফা, জয়পুরহাট-২  কাজী মো. আবুল কাশেম রিপন, বগুড়া-১ মোকছেদুল আলম, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩  এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ মো. নূরুল আমিন বাচ্চু, বগুড়া-৫ তাজ মোহাম্মদ, বগুড়া-৬ মো. নূরুল ইসলাম ওমর, বগুড়া-৭ এড. আলতাফ আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ মো. আলাউদ্দিন টিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. আব্দুর রাজ্জাক, চাঁপাইনবাবগঞ্জ-৩ এডভোকেট নজরুল ইসলাম (সোনা), নওগাঁ-১ আকবর আলী খান কালু, নওগাঁ-২ এড. তোফাজ্জল হোসেন, নওগাঁ-৩ হুমায়ূন কবীর চৌধুরী, নওগাঁ-৪ এড. এনামুল হক, নওগাঁ-৫ মো. ইফতারুল  ইসলাম বকুল, নওগাঁ-৬- এড. বেলাল হোসেন জুয়েল, রাজশাহী-১ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রাজশাহী-২ এস.এম জোহা সরকার, রাজশাহী-৩ শাহাবুদ্দিন বাচ্চু, রাজশাহী-৪ আবু হেনা মো. মোস্তফা কামাল হেলাল, রাজশাহী-৫- অধ্যাপক আবুল হোসেন, রাজশাহী-৬- এডভোকেট মো. ইকবাল হোসেন, নাটোর-১ এম. এ তালহা, নাটোর-২ মজিবুর রহমান সেন্টু, নাটোর-৩ মাওলানা আনিসুর রহমান, নাটোর-৪- আবুল কাশেম সরকার, সিরাজগঞ্জ-১ মো. মোমিন-উদ-দৌলা, সিরাজগঞ্জ- ২- আমিনুল  ইসলাম ঝন্টু, সিরাজগঞ্জ-৩ মো. জাকির হোসেন, সিরাজগঞ্জ-৪ মির্জা ফারুক আহমেদ, সিরাজগঞ্জ-৫ প্রফেসর ডা. মো. আবু বকর সিদ্দিকী, সিরাজগঞ্জ-৬ মো. সাহান চৌধুরী, পাবনা-১ সরদার শাহ্জাহান, পাবনা-২ মকবুল হোসেন সেন্টু, পাবনা-৩ এড. আব্দুস সাত্তার, পাবনা-৪ মো. হায়দার আলী, পাবনা-৫ হাজী মমতাজ উদ্দিন,

খুলনা বিভাগ-
মেহেরপুর-১ আব্দুল হামিদ, মেহেরপুর-২ মো. কেতাব আলী, কুষ্টিয়া-১ কোরবান আলী, কুষ্টিয়া-২ আহসান হাবীব লিংকন, কুষ্টিয়া-৩ কে.এম জাহিদ, কুষ্টিয়া-৪ এড. মিয়া মোহাম্মদ রেজাউল হক, চুয়াডাঙ্গা-১ এড. সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা-২ মো. আকবর আলী মাষ্টার, ঝিনাইদাহ-১ মিসেস মনিকা ইসলাম, ঝিনাইদাহ-২ ড. হারুন অর রশিদ, ঝিনাইদাহ-৩  ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন, ঝিনাইদাহ-৪ মো. আমিনুল ইসলাম, যশোর-১ মো. আব্দুস সবুর, যশোর-২ মো. হোসেন আলী সরদার, যশোর-৩ এডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, যশোর-৪ লে. কর্ণেল (অব.) এম. শাবিবর আহমেদ, যশোর-৫ শরীফুল ইসলাম, যশোর-৬ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, মাগুরা-১ এড. হাসান সিরাজ সুজা, মাগুরা-২ মিসকাদুর রহমান মিসকাত, নড়াইল-১ মেজর (অব.) আশরাফুল আলম, নড়াইল-২ শরিফ মুনির হোসেন, বাগেরহাট-১ স.ম. গোলাম সরোয়ার, বাগেরহাট-২ মো. রুহুল আমিন হাওলাদার, বাগেরহাট-৩ তালুকদার আখতার ফারুক, বাগেরহাট-৪ বাবু সোমনাথ দে, খুলনা-১ সুনীল শুভরায়, খুলনা-২ মো. শফিকুল ইসলাম মধু, খুলনা- ৩- আব্দুল গাফ্ফার বিশ্বাস, খুলনা- ৪- এম. হাদিউজ্জামান, খুলনা-৫ মো. জোহর আলী মোড়ল, খুলনা-৬ মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-২ এম.এ. জব্বার, সাতক্ষীরা- ৩- স.ম সালাউদ্দিন, সাতক্ষীরা-৪ আব্দুস সাত্তার মোড়ল,

বরিশাল বিভাগ-
বরগুনা-১ শাহজাহান মানসুর, বরগুনা-২ বিকাশ কুমার শিকদার, পটুয়াখালী-১ এ.বি.এম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ মো. দিদার হোসেন, পটুয়াখালী-৩ মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী-৪ আব্দুর রাজ্জাক খান, ভোলা-১ মো. মোয়াজ্জেম হোসেন আজীম গোলদার, ভোলা-২ সিদ্দিকুর রহমান, ভোলা-৩ এডভোকেট এ.কে.এম নজরুল ইসলাম মিয়া, ভোলা-৪ এম.এ মান্নান, বরিশাল-১ এস.এম গোলাম পারভেজ, বরিশাল-২ মো. নাসির উদ্দিন নাসিম হাওলাদার, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ নাসির উদ্দিন সাথী, বরিশাল-৫ এডভোকেট এ.কে.এম মুরতজা আবেদীন, বরিশাল-৬ নাসরিন জাহান রতœা, ঝালকাঠী-১ অধ্যাপক মো. নাসির উদ্দিন, ঝালকাঠী-২ এম.এ কুদ্দুস খান, পিরোজপুর-১ মোস্তফা জামাল হায়দার, পিরোজপুর-২ শহীদুল ইসলাম সোহেল, পিরোজপুর-৩ মুকুল আহমেদ বাদশা,

ঢাকা বিভাগ-
টাঙ্গাইল-১ সার্জেন্ট (অব.) মোহাম্মদ আলী, টাঙ্গাইল-২ শামসুল হক তালুকদার, টাঙ্গাইল-৩ আব্দুল হালিম, টাঙ্গাইল-৪ মো. আজিজুর রহমান তালুকদার, টাঙ্গাইল-৫ মো. আব্দুস সালাম চাকলাদার, টাঙ্গাইল-৬ মো. আব্দুল কুদ্দুস মিয়া, টাঙ্গাইল-৭ মো. জহিরুল ইসলাম জহির, টাঙ্গাইল-৮ কাজী আশরাফ সিদ্দিকী,  জামালপুর-১ এম. এ. সাত্তার, জামালপুর-২ মো. জিল্লুর রহমান বিপু, জামালপুর-৩ মীর শামসুর আলম, জামালপুর-৪ ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, জামালপুর-৫- মো. জাকির হোসেন, শেরপুর-১ আলহাজ্ব মো. ইলিয়াস উদ্দিন, শেরপুর-২ মিসেস রোজী সিদ্দিকী তালুকদার, শেরপুর-৩ মো. খোরশেদ আলম ফরসা, ময়মনসিংহ-১ এড. সোহরাব উদ্দিন খান, ময়মনসিংহ-২ নূর মোহাম্মদ নূরু, ময়মনসিংহ-৩ ফখরুল ইমাম, ময়মনসিংহ-৪ বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৬ মো. নাজমুল হক সরকার, ময়মনসিংহ-৭ এম. এ. হান্নান, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, ময়মনসিংহ-৯ আব্দুল হেকিম ভূঁইয়া, ময়মনসিংহ-১০ ক্বারী হাবিবুল্যাহ বেলালী, ময়মনসিংহ-১১ মো. হাফিজ উদ্দিন মাষ্টার, নেত্রকোনা-১ মো. আনোয়ার হোসেন খান শান্ত, নেত্রকোনা- ২- ফকির আশরাফ, নেত্রকোনা-৩ মো. জসিম উদ্দিন ভূঞা, নেত্রকোনা-৪ মো. লিয়াকত আলী খান এডভোকেট, নেত্রকোনা-৫ ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, কিশোরগঞ্জ-১ মো. আশরাফ উদ্দিন রেনু এডভোকেট, কিশোরগঞ্জ-২-মো: বদরুল আমিন বাচ্চু, কিশোরগঞ্জ-৩ মো. মজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ- ৫- এস.এম দ্বীন ইসলাম, কিশোরগঞ্জ-৬ মো. রিয়াজুল হক খান, মানিকগঞ্জ- ১-মো. আলী আকবর, মানিকগঞ্জ- ২- এস.এম আব্দুল মান্নান, মানিকগঞ্জ- ৩- এম. হাবিবুল্যাহ, মুন্সিগঞ্জ- ১-শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জ- ২-মো. নোমান মিয়া, মুন্সিগঞ্জ- ৩- আলহাজ্ব কলিমুলাহ, ঢাকা- ১- এ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকা- ২- শাকিল আহমেদ শাকিল, ঢাকা- ৩- মিজানুর রহমান, ঢাকা- ৪-সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা- ৫- হাজী মো. তুহিনুর রহমান নূরু, ঢাকা- ৬- কাজী ফিরোজ রশীদ, ঢাকা- ৭-মো. হারুন-অর-রশীদ, ঢাকা- ৮- জহিরুল আলম রুবেল, ঢাকা- ৯- অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ঢাকা- ১০-মো. হেলাল উদ্দিন, ঢাকা- ১১-মো. হারুন উর রশীদ, ঢাকা- ১২-মো. দেওয়ান আলী, ঢাকা- ১৩- শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা- ১৪-মোস্তাকুর রহমান মোস্তাক, ঢাকা- ১৫- আলহাজ্ব মো. শামসুল হক, ঢাকা- ১৬-মো. সুলতান আহমেদ সেলিম, ঢাকা- ১৭- হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা- ১৮- বাহাউদ্দিন আহমেদ বাবুল, ঢাকা- ১৯-মো. আবুল কালাম আজাদ, ঢাকা- ২০- খান মোহাম্মদ ইসরাফিল খোকন, গাজীপুর- ১- খন্দকার আব্দুস সালাম, গাজীপুর- ২- এডভোকেট মো. মাহবুব আলম (মামুন), গাজীপুর- ৩-মো. আজহারুল ইসলাম সরকার, গাজীপুর- ৪- ডক্টর এম.এম আনোয়ার হোসেন, গাজীপুর- ৫-মো. আজম খাঁন, নরসিংদী- ১-এ্যাডভোকেট মোস্তফা জামাল বেবী, নরসিংদী- ২- আজম খান / এ্যাড. মো. রশিদুজ্জামান ভূঞা, নরসিংদী- ৩- এ.কে.এম রেজাউল করিম, নরসিংদী- ৪-মো. কামাল উদ্দিন, নরসিংদী- ৫- ইঞ্জিনিয়ার এম. এ সাত্তার, নারায়নগঞ্জ – ১-মো. জয়নাল আবেদীন চৌধুরী, নারায়নগঞ্জ – ২- এম. এ হান্নান মোল্যা, নারায়নগঞ্জ – ৩- লিয়াকত হোসেন খোকা, নারায়নগঞ্জ – ৪-মো. সালাউদ্দিন খোকা, নারায়নগঞ্জ – ৫- নাসিম ওসমান, রাজবাড়ী-১- এ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী-২- এ্যাড. এ.বি.এম নুরুল ইসলাম, ফরিদপুর- ১-মো. কামরুজ্জামান মৃধা, ফরিদপুর- ২-মো. হাফিজুর রহমান চৌধুরী, ফরিদপুর- ৩-চৌধুরী মোশাররফ হোসেন বাচ্চু, ফরিদপুর- ৪- আবুল হোসেন, গোপালগঞ্জ- ১-দীপা খন্দকার, গোপালগঞ্জ- ২- কাজী শাহীন, গোপালগঞ্জ- ৩- এ.জেড অপু শেখ, মাদারীপুর- ১- এম.এম জাকারিয়া অপু ভান্ডারী, মাদারীপুর- ২-মো. নুরুল আমিন শানু, মাদারীপুর-৩ আব্দুল মালেক, শরীয়তপুর-১ এড. মো. মাসুদুর রহমান, শরীয়তপুর-২- সুলতান আহমেদ সরদার, শরীয়তপুর-৩-মো. আব্দুল হান্নান,

সিলেট বিভাগ-
সুনামগঞ্জ- ১- এড. আশরাফ উল্যাহ সরকার, সুনামগঞ্জ- ২ জামিল চৌধুরী, সুনামগঞ্জ- ৩- এ্যাড. মো. ফয়জুর রহমান চৌধুরী শাহিন, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান এডভোকেট, সুনামগঞ্জ-৫ এডভোকেট আব্দুল মজিদ মাষ্টার, সিলেট-১ বাবরুল হোসেন বাবুল, সিলেট- ২ মো. ইয়াহইয়া চৌধুরী, সিলেট-৩ মুহিদুর রহমান, সিলেট-৪ তাজ রহমান, সিলেট- ৫- সাব্বির আহমেদ, সিলেট-৬ সেলিম উদ্দিন, মৌলভীবাজার-১ এড. মাহবুবুল আলম শামীম, মৌলভীবাজার-২ নবাব আব্বাস আলী খান, মৌলভীবাজার-৩ সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৪ মহিবুল কাদের চৌধুরী পিন্টু, হবিগঞ্জ-১ মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী (বাবু), হবিগঞ্জ-২ শংকর পাল, হবিগঞ্জ-৩ আতিকুর রহমান, হবিগঞ্জ-৪ আহাদ ইউ চৌধুরী শাহিন।

চট্টগ্রাম বিভাগ-
ব্রাহ্মনবাড়িয়া-১ রেজোয়ান আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ এড. জিয়াউল হক মৃধা এম.পি, ব্রাহ্মনবাড়িয়া-৩ এড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মনবাড়িয়া-৪ জাহাঙ্গীর মো. আদেল,  ব্রাহ্মনবাড়িয়া-৫ কাজী মামুনুর রশিদ, ব্রাহ্মনবাড়িয়া-৬ মোস্তফা আজাদ, কুমিলা-১ সুলতান জিসান উদ্দিন প্রধান, কুমিলা-২-মো. আমির হোসেন ভূঞা, কুমিলা-৩ মো. জামাল উদ্দিন, কুমিলা-৪ অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কুমিলা-৫ অধ্যক্ষ প্রফেসর সফিকুর রহমান, কুমিলা-৬ হুমায়ুন কবির মুন্সী, কুমিলা-৭ মো. লুৎফর রেজা, কুমিলা-৮ অধ্যাপক নুরুল ইসলাম মিলন, কুমিলা-৯ ড. গোলাম মোস্তফা, কুমিলা-১০ ডা. আলী আহমেদ মোল্যা, কুমিলা-১১ এইচ.এন.এম শফিকুর রহমান, চাঁদপুর-১ অধ্যাপক ডা. শহিদুল ইসলাম, চাঁদপুর-২ এমরান হোসেন মিয়া, চাঁদপুর-৩ এস.এম.এম আলম, চাঁদপুর-৪ মাইনুল ইসলাম মানু, চাঁদপুর-৫ খোরশেদ আলম খুশু, ফেনী-১ এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী, ফেনী-২ হাজী আলাউদ্দিন, ফেনী-৩ রিন্টু আনোয়ার, নোয়াখালী-১ এ.বি.এম হারুন-এল-রশীদ, নোয়াখালী-২ ড. ক্যাপ্টেন (অব.) এম. রেজাউল করিম চৌধুরী, নোয়াখালী-৩ মোবারক হোসেন আজাদ, নোয়াখালী-৪ মোবারক হোসেন আজাদ, নোয়াখালী-৫ অধ্যাপক আ.ন.ম শাহজাহান, নোয়াখালী-৬ আনোয়ারুল আজিম, লক্ষ্মীপুর-১ মাহামুদুর রহমান মাহমুদ, লক্ষ্মীপুর-২ মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-৩ মনিরুজ্জামান চৌধুরী, লক্ষ্মীপুর-৪ মো. বেলাল হোসেন, চট্টগ্রাম-১ শায়েস্তা খান চৌধুরী, চট্টগ্রাম-২ আলহাজ্ব মো. ফরিদ আহাম্মদ, চট্টগ্রাম-৩ এম.এ সালাম, চট্টগ্রাম-৪  শফিকুল ইসলাম বাচ্চু, চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম- ৬- জিয়া উদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম-৭ মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম-৮ মো. এয়াকুব হোসেন, চট্টগ্রাম-৯ জিয়া উদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম- ১০-মো. ওসমান খান, চট্টগ্রাম- ১১-মোর্শেদ মুরাদ ইব্রাহীম, চট্টগ্রাম-১২ সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ শ্রী তপন চক্রবর্তী, চট্টগ্রাম-১৪ মো. হানিফ চৌধুরী, চট্টগ্রাম- ১৫- এড. লিটন, চট্টগ্রাম-১৬ মাহমুদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-১ হাজী মো. ইলিয়াস, কক্সবাজার-২ কবির আহমেদ সওদাগর, কক্সবাজার-৩ মফিজুর রহমান, কক্সবাজার-৪ মো. ইয়াহিয়া, পার্বত্য খাগড়াছড়ি-সোলায়মান আলম শেঠ।

Spread the love