শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে। জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০ আসনের বিপরীতে আবেদন করেন মোট ৬৯ হাজার ১২৯ জন। সে অনুযায়ী এই ইউনিটে প্রতি আসনে আবেদন করেন ২১৬ জন শিক্ষার্থী। তবে এই ইউনিটে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল মোট আবেদনের ৬৫ দশমিক ৮৩ শতাংশ।

এছাড়া অনুপস্থিতির হার ৩৪ দশমিক ১৭ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

Spread the love