শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারাল বিসিবি একাদশ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেল বিসিবি একাদশ। জিম্বাবুয়ের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক সৌম্য সরকারের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটের জয় সহজ জয় পায় তারা। ১৭৯ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমেও ১৫ ওভার মোকাবেলা করতেই বিসিবি একাদশ হারিয়ে বসে ২ উইকেট।  দলীয় ১১ রানে ২০ বলে একটি চারের সহায়তায় ১ রান করে রাউনআউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার মিজানুর রহমান। তার বিদায়ের পর সৌম্য সরকারের সাথে রাব্বি দেখেশুনে খেললেও ৩৪ বলে ১৩ রানের ইনিংসটির ইতি ঘটে সিকান্দার রাজার বলে মুসাকান্দার হাতে তালুবন্দী হলে। এরপর চাপ সামলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন সৌম্য সরকার।

মোসাদ্দেককে নিয়ে গড়েন ১১২ রানের পার্টনারশিপ। মোসাদ্দেক ব্যক্তিগত ৩৩ রানে স্বেচ্ছায় অবসরে গিয়ে ব্যাট করতে পাঠান আরিফুল হককে।  সেই আরিফুলকে সঙ্গী করে ১৩ চার ও ১টি ছক্কায় শতক তুলে নেওয়ার পাশাপাশি ১০২ রানের দারুণ একটি ইনিংস উপহার দেন সৌম্য।  তার ব্যাটিং দৃঢ়তায় ৮ উইকেট হাতে রেখেই বিসিবি একাদশ পৌঁছে যায় জয়ের বন্দরে। এর আগে শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ২ বলে ১৭৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এবাদত হোসেন চৌধুরী ও মোহাম্মদ সাইফউদ্দীনের বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।  মাঝে তাদের বিশ্রাম দেন অধিনায়ক, জুটি গড়ে ফেলে জিম্বাবুয়ে।  শেষে আবার আক্রমণে আসেন এবাদত ও সাইফ।  আবারও এ দুজনের তোপে দিশেহারা হয়ে যায় সফরকারীরা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করে ফেরেন মাসাকাদজা।  তার উইকেট দিয়েই এবাদত পূরণ করেন নিজের পাঁচ উইকেট। মাত্র ১৯ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। ৪৬তম ওভারের দ্বিতীয় বলে ডোনাল্ড তিরিপানোকে বোল্ড করে জিম্বাবুয়ের ইনিংসে সিলমোহর বসিয়ে দেন সাইফ।  ৭ ওভার ২ বোলে ৩২ রান খরচায় তিনটি উইকেট নেন সাইফ।  এছাড়া মোহর শেখ ও ইমরান আলী নেন ১টি করে উইকেট।

Spread the love