শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জুয়া খেলার অপরাধে বীরগঞ্জ পৌরসভার এক কাউন্সিলরের ১৫ দিনের জেল

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার অপরাধে মেহেদি হাসান নামে এক কাউন্সিলরকে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসন এই সাজা প্রদান করেন।

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় । সেখানে বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলার ও সাবেক প্যানেল মেয়র মোঃ মেহেদী হাসানকে জুয়া খেলার সময় হাতে নাতে আটক করে। অন্যান্য জুয়ারুরা পালিয়ে যায়। পরে থানায় নিয়ে আসা হলে কাউন্সিলর মোঃ মেহেদী হাসান জুয়া খেলার অপরাধ শিকার করে ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ামিন হোসন তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাকিলা পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love