বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ ইকবালুর রহিম এমপি

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আমলাতান্ত্রীক জটিলতার অজুহাতে নয় মানবতার মানসিকতা নিয়ে রোগীদের সেবা করতে হবে। রোগীর সেবার মান উন্নয়নের পাশাপাশি এই হাসপাতালে টেন্ডারবাজী, দূর্নীতি, অনিয়ম আমি যেন দেখতে না পাই। এই হাসপাতালে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহীতা থাকতে হবে। মনে রাখবেন হাসপাতালের উন্নয়ন অগ্রগতি ও রোগীদের সেবার মান বৃদ্ধিতে আমরা সকলে ঐঙ্গীকারবদ্ধ।

১৮ জানুয়ারী শনিবার ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতাল আয়োজিত শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ আহাদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএমএ’র সভাপতি ডাঃ ওয়ারেশ আলী সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)……., ৩নং ওয়ার্ড কমিশনার জিয়াউর রহমান নওশাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুল ইসলাম, সহযোগী অধ্যাপক (অর্থপেডিক) ডাঃ নাদীর হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা।

Spread the love