শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জেনেভা চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা কম : ওবামা

5-Barack Obamaইউক্রেন সংকট নিয়ে জেনেভায় চতুর্পক্ষীয় বৈঠকে অর্জিত সমঝোতা বাস্তবায়নের সম্ভাবনা কম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, রাশিয়া যদি এ সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে মস্কোর ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন ও তার মিত্ররা। রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের শীর্ষস্থানীয় কূটনীতিকদের মধ্যে চতুর্পক্ষীয় বৈঠকে ‘জেনেভা স্টেটমেন্ট অব এপ্রিল ১৭’ নামে একটি দলিল অনুমোদনের পর মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করলেন। ওই সমঝোতা অনুযায়ী ইউক্রেনে তৎপর সব অবৈধ অস্ত্রধারীকে নিরস্ত্র হতে হবে এবং দখল হয়ে যাওয়া সব ভবন বৈধ কর্তৃপক্ষের কাছে হসত্মামত্মর করতে হবে। ইউক্রেনের দখল হয়ে যাওয়া সব শহরের সড়ক, স্কয়ার ও অন্যান্য জায়গাকে মুক্ত করে দিতে হবে। হত্যাকান্ডে জড়িত ব্যক্তি ছাড়া অন্য সব বিক্ষোভকারীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। জেনেভা সমঝোতা সই হওয়ার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বারাক ওবামা বলেন, আগামী কয়েক দিনের পরিস্থিতির ওপর নজর রাখবে তার দেশ। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাশিয়া সাম্প্রতিক দিনগুলোতে যেভাবে হসত্মক্ষেপ করেছে তাতে মনে হয় না এ চুক্তি মস্কো বাসত্মবায়ন করতে পারবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের আগে জেনেভা সমঝোতার ভিত্তিতে মস্কোর সহযোগিতার মাত্রাটা যাচাই করে নিতে চায়।

Spread the love