শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত কৃষ্ণপুর মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোহাম্মদ আরমান আলী বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাত ঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের ১১৪ নং কৃষ্ণপুর মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান এর  নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে সপ্তাহে একদিন “মিড-ডে-মিল” চালু করার ফলে শিক্ষার্থীদের সংখ্যা সহ উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এর ফলে ঝরে পড়ার হার ও উল্লেখ যোগ্য ভাবে কমেছে। গত ২০১৬ইং সালে ঝরে পড়ার হার উল্লেখ যোগ্য ভাবে কম হওয়ায় বিদ্যালয়টি দিনাজপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৯২ সালে প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান তার বড় ভাই মরহুম হাফিজ উদ্দিনের দুই স্ত্রীর নিকট থেকে ৩৩ শতাংশ জমি খরিদ করে এলাকার শিক্ষানুরাগীদের সহযোগিতায় তিলে-তিলে বিদ্যালয়টি গড়ে তুলেন। ২০১৪ সালের ৬ নভেম্বর উপজেলা পরিষদ, চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম এবং তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মঞ্জুর, উপজেলা শিক্ষা অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি প্রায় ২৫০ শতাধিক মানুষের উপস্থিতে “মিড-ডে-মিল” কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এলাকার হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরে ১০০% ইউনিফরম করা হয়েছে। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক শিক্ষার মান বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নের জোর প্রচ্ষ্টো চালাচ্ছেন। বর্তমানে বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা দেড় শতাধিক। উদ্দ্যোগটি সকলে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু সরকারি বা বে-সরকারি ভাবে কোন সহযোগীতা না পাওয়ায় “মিড-ডে-মিল” চালু রাখা এক জন শিক্ষকের জন্য কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষক মাহাবুর রহমান এই কার্যক্রম চালু রাখতে সর্বস্তরের বিত্তমান মানুষের সহায়তা কামনা করেছেন।

Spread the love