শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জেলা সশস্ত্র বাহিনী বোর্ড দিনাজপুর কার্যালয়ে প্রাক্তন বৃটিশ সৈনিক এবং মৃত বৃটিশ সৈনিকের বিধবা স্ত্রীগণকে আর্থিক সাহায্য প্রদান

মোঃ ইউসুফ আলী ॥ দিনাজপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয়ে রয়্যাল কমনওয়েলথ এক্স-সার্ভিসেস লীগ (আরসিইএল) এর অর্থায়নে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি) এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা সশস্ত্র বাহিনী বোর্ড (ডিএএসবি) দিনাজপুর এর দায়িত্বপূর্ণ এলাকায় (দিনাজপুর,ঠাকুরগাঁও এবং পঞ্চগড়) বসবাসরত প্রাক্তন বৃটিশ সৈনিক এবং মৃত বৃটিশ সৈনিকের বিধবা স্ত্রীগণকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ২১ জানুয়ারী মঙ্গলবার জেলা সশস্ত্র বাহিনী বোর্ড দিনাজপুর এর ভারপ্রাপ্ত সচিব মোঃ হারুন-উর-রশিদ সেবাভোগীদের মাঝে এ অর্থ হস্তান্তর করেন। এসময় ১জন জীবিত বৃটিশ সৈনিক ও ১৭ জন বিধবা স্ত্রীকে ১৪ হাজার ৫০০ টাকা করে সর্বমোট  দুই লক্ষ ৬১ হাজার টাকা প্রদান করা হয়। অনুদান গ্রহণকারী উক্ত বৃটিশ সৈনিক ও বিধবাগণের স্বামীরা ১৯৪৭ সালের পূর্বে বৃটিশ সরকারের (আরসিইএল) এর অর্থায়নে বছরে কয়েকবার এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

Spread the love