শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জেসিয়ার অভিযোগে চারজন শনাক্ত

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় ২০১৭ সালের বিজয়ী জেসিয়া ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ও ভিডিও ছড়ানোর অভিযোগে চারজনকে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার মিন্টো রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে গিয়ে অভিযোগ করেন জেসিয়া ইসলাম। জেসিয়া বলেন, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করেছি। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে কিছু ভুয়া আইডি আর ভুয়া ভিডিও বানিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এই অভিযোগ দায়ের করেছি।’

সাইবার অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম জানান, জেসিয়ার অভিযোগের পরপরই আমরা তদন্ত শুরু করেছি। এ পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। আরও কয়েকজনকে নিয়ে অনুসন্ধান চলছে। তদন্ত শেষ হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Spread the love