মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝাড়বাড়ীর ভুল্লী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : ঝাড়বাড়ীর ভুল্লী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে ঝাড়বাড়ী কলেজ মোড় যাওয়ার ব্রিজ টি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা যায়, শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী কলেজ মোড় যাওয়ার ভুল্লী নদীর ব্রিজ টি নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সেই বালু নিয়ে যাওয়া হচ্ছে ঝাড়বাড়ী কলেজের নির্মাণাধীন মার্কেটে। এলাকাবাসী জানিয়েছেন এভাবে ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করলে ব্রিজ টি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন। বালু উত্তোলন বিষয়ে ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এবিষয়ে কিছু জানিনা বালু তুলতেছি কি না মাটি তুলতেছে, তুমি কলেজের সভাপতি সাথে কথা বলো। বালু উত্তোলন বিষয়ে ঝাড়বাড়ী কলেজের সভাপতি মোঃ হুরমত আলীর মোবাইলে কল দিলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এবিষয়ে শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ কে এম কুতুব উদ্দিন বলেন, আমি এখানো জানিনা, যদি বালু উত্তোলন করা হয়, তাহলে গ্রামপুলিশ পাঠিয়ে বালু উত্তোলন বন্ধ ব্যবস্থা নেওয়া হবে। ২৫ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন ঘটনাস্থলে গিলে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে দেন এবং তিনি এলাকাবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

Spread the love