শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় ও ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসের জলাবদ্ধতা নিয়ে শংকিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, দিনাজপুর থেকে : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় ও ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস এখন বলতে গেলে জলাবদ্ধতা একটা ঐতিহ্যে পরিণত  হয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। এই দুই বিদ্যালয়ের ক্যাম্পাসের ছবি দেখলে অনেকে ভাবতে পারেন এটা বন্যার ছবি। কিন্তু আসলে তা নয়। বাস্তবেই স্কুল দুটির মাঠ সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায়। পানি ঢুকে পড়ে শ্রেণিকক্ষে। অন্যদিকে ময়লা পানি কক্ষে প্রবেশ করায় কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করতে হয় ভিজে ভিজে। এতে জামাকাপড় নষ্ট হওয়াসহ বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান। জলাবদ্ধতা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

Spread the love