শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝাড়বাড়ী-জয়গঞ্জ আত্রাই নদীর খেয়াঘাটে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

শেখ মো. জাকির হোসেন: বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ আত্রাই নদীর খেয়াঘাটে আত্রাই নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার কাজে নিয়োজিত ১টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকালে নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ড্রেজার মেশিনটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার জানান, সরকারের নীতিমালা ভঙ্গ করে অবৈধ উপায়ে আত্রাই নদীতে গর্ত করে বালু উত্তোলনের বিষয়টি নজরে আসে এবং আমি নিজে গিয়ে দেখি ড্রেজার মেশিন বসানো আছে, পরে ১ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশ ও নদীর তীর রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love