শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিঁঝিঁ পোকার ডাক শুনি

ঝিঁঝিঁ পোকার ডাক শুনি নিকষ কালো আঁধারে
বিজলী সে অনেকক্ষণ হল দেখি না আর তাহারে,
নির্জন রাত্রিতে নিদ্রাদেবী ক্ষেপে গিয়েছেন গরমে,
এ ঘোর নিশীথে প্রভাত হবে কেমনে?
ঘুমহীন মাথায় অদ্ভুত সব চিন্তা ভর করে,
মশা মামারা যখন গান গায় গুন গুন সুরে
যদি হাওয়া খেয়েই পেট টা হয়ে যেত ঠাণ্ডা,
দেশ বিদেশ ঘুরে কত আরামে কাটানো যেত জীবনটা।
যদি না থাকত এত দায়, দায়িত্বের বেড়ী,
চলে যেতাম যেখানে খুশি মুসাফির বেশ ধরি।
সমস্ত কল্পনা হায় আকাশে উড়ে যায়, টেনে নামায় বাস্তবে,
সময়মত যদি ভাণ্ডারে দানা পানিটি না পড়ে।
চাওয়া পাওয়ার হিসাব করলে দুঃখ বাড়বে কেবলই,
যেমন রেখেছেন তিনি তাই নিয়েই আছি সুখী।

লেখক-ডা. সমরেশ দাশ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Spread the love