বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত

শেষমেষ স্থগিতই হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কান গণমাধ্যমকে জানিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে সিলভা। তিনি বলেন, স্বাস্থ্যবিধি শিথিলে শ্রীলঙ্কার টাস্কফোর্স আপাতত রাজি নয়।

অ্যাশলে ডি সিলভা বলেন, দেখুন, আমাদের কোভিড টাস্কফোর্স এ বিষয়ে একেবারেই নমনীয় হবে না। আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই তারা মানতে চাইছে না। আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দেব, কোভিড টাস্কফোর্সের দেওয়া শর্তগুলো মানতেই হবে। এর কোনো ব্যতয় হবে না। আপাতত সিরিজ স্থগিত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।

আশা করব, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা হয়তো সিরিজটি আয়োজন করতে পারব। এর আগে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া কঠিন বলেন জানিয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

১৪ দিনের কোয়ারেন্টিন এবং ওই সময়ে অনুশীলনে নিষেধাজ্ঞা সহ বেশকিছু শর্ত বেঁধে দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি ছিল, কোয়ারেন্টিন ৭ দিনে নামিয়ে আনা। একইসঙ্গে কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের দাবি জানায় বিসিবি।

Spread the love