শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাইমস্কেল কর্তনের পরিপত্র প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে নীলফামারীর প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি

মোঃ জাকির হোসেন, নীলফামারী প্রতিনিধিঃটাইমস্কেল কর্তনের আদেশ বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মহাজােট নীলফামারী জেলা শাখা।রবিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক মােঃ হাফিজুর রহমান চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ওই স্মারক লিপি প্রদান করপন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মহাজােট নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ।এর আগে একই দাবিতে জেলা শহরের আলিয়া মাদ্রাসা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহবায়ক ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল মান্নান, ইন্দ্র ভূষণ রায়, হামিদুল ইসলাম, আমিনুর রহমান, আব্দুর রহিম প্রমূখ।সংগঠনের সদস্য আব্দুল মান্নান দাবি করে বলেন, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকুরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ এর অধিন ৫০% চাকুরিকাল গণনা করে জেষ্ঠতা, পদানতি, সিলেকশন গ্রেড এবং টাইমস্কেল প্রাপ্যতার কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না।অপর দিকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেল জটিলতা নিরসন না করে চলতি বছরের ১২ আগস্ট টাইমস্কেল কর্তনের পরিপত্র জারি করে অর্থমন্ত্রণালয়।

Spread the love