মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টিপসহি’র দিন শেষ এখন সরকারি সুযোগ প্রাপ্তিতে সাক্ষরতা জ্ঞান প্রয়োজন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর বালুবাড়ী বহুমূখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজার সমাবেশ-২০১৯ অনুষ্ঠিত হয়।
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষার প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, এমবিএসকে’র ফোকাল পারসন ধর্মজয় বর্মন, এমবিএসকে’র প্রধান কার্যালয়ের একাউন্স অফিসার মোঃ কোফিল উদ্দিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচীর প্রোগ্রাম অফিসার উপেন্দ্র নাথ রায়। প্রধান অতিথি বক্তব্যে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন বলেন, টিপসহি’র দিন শেষ এখন সরকারি সুযোগ প্রাপ্তিতে সাক্ষরতা জ্ঞান প্রয়োজন। প্রতিটি মানুষকে অক্ষর জ্ঞানে শিক্ষিত করতে হবে। সরকারের বিভিন্ন সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে এখন থেকে টিপসহি চলবেনা। সকলকে সাক্ষরতা দিয়ে সুবিধা ভোগ করতে হবে। এব্যাপারে শিক্ষক-শিক্ষিকা, সুপারভাইজারসহ সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

Spread the love