শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে ১৪তম সালমা

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগ্রেসদের ভরাডুবি। তারপরও কিছু ব্যক্তিগত অর্জন ছিলো । টুর্নামেন্ট সেরা দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন জাহানারা। এবার বোলারদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন জায়গা করে নিয়েছেন ১৪তম স্থানে।অপর দিকে রুমানা পিছিয়েছেন অনেক। ৭ ধাপ পিছিয়ে দশের বাইরে ছিটকে গেছেন ১৩ নম্বরে। দলীয় র‌্যাংকিংয়ে কোনও পরিবর্তন হয়নি বাংলাদেশের। ১৯১ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০৮ পয়েন্ট নিয়ে তাদের উপরে শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি র‌্যাংকিং ১. অস্ট্রেলিয়া (২৮৩) ২. ইংল্যান্ড (২৭৪) ৩. নিউজিল্যান্ড (২৭৩) ৪. উইন্ডিজ (২৬৫) ৫. ভারত (২৫৬) ৬. দক্ষিণ আফ্রিকা (২৪২) ৭. পাকিস্তান (২২৫) ৮. শ্রীলঙ্কা (২০৮) ৯. বাংলাদেশ (১৯১) ১০. আয়ারল্যান্ড (১৮৫)

Spread the love