শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্যাক্স পাওয়ার প্রচারাভিযান উপলক্ষে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “সবাই মিলে বাজেট-সবার জন্য বাজেট” এই শ্লোগানকে সামনে রেখে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দিনাজপুর জেলা কমিটি আয়োজিত ট্যাক্স পাওয়ার প্রচারাভিযান- ২০১৭ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৮ নভেম্বর মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দিনাজপুর কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সদস্য শহিদুল ইসলাম শহিদুল্লা। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, জাহানারা বেগম, রবিউল আউয়াল খোকা, মোঃ মোজাফফর হোসেন, এ কে এম মেহেরুল্লাহ বাদল, ফয়সাল হাবিব সুমন, কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবু, মোঃ রমজান  আলী ও রহমতুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন বাংলাদেশ সরকার রাজস্বকে উন্নয়নের অক্সিজেন হিসেবে মনে করে। সরকারের আয়ের উৎস জনগণ থেকে প্রাপ্তি ট্যাক্স ও অন্যান্য আয়, যা দিয়ে সরকার জনগণকে সেবা প্রদান করে। বাংলাদেশের ভ্যাটের বোঝা এবং কর্পোরেট কর ফাঁকি ও অর্থ পাচারের কারনে জনগণ গুণগত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। চূড়ান্ত ভাবে যা অসমতা তৈরী করছে তাই স্বচ্ছ ও প্রগতি শীল কর ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে এই অসমতা দূর করা সম্ভব। বহুজাতিক কোম্পানিগুলোর কর্পোরেট ট্যাক্স ফাঁকিসহ অর্থ পাচার বন্ধ করতে হবে এবং মেহনতী মানুষের উপর ভ্যাটের বোঝা কমাতে হবে।

Spread the love