শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে মার্কিন সুপ্রিম কোর্ট

ছয় মুসলিম প্রধান দেশসহ আরও দু’টি দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। যথাযথ আইনি চ্যালেঞ্জ মেটানোর পর নিষেধাজ্ঞাটি পুরোপুরি কার্যকর করা যাবে বলে জানানো হয়েছে।

ক্ষমতা গ্রহণের পরই চাদ, ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া এবং ইয়েমেনের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। নিরাপত্তার স্বার্থেই ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সেপ্টেম্বরে জারি করা নির্বাহী আদেশের তৃতীয় নির্দেশে তালিকায় ভেনেজুয়েলা এবং নর্থ কোরিয়ার নামও যোগ করা হয়।

ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার ওপর রুলের শুনানিতে সোমবার আদালত বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞাটি আইনসঙ্গত। সর্বোচ্চ আদালতের ওই বেঞ্চের ৯ বিচারপতির মধ্যে ৭ জনই ট্রাম্পের নির্বাহী আদেশ সমর্থন করেন।

শুধু লিবারেলপন্থি বিচারপতি রুথ বেডার জিন্সবার্গ এবং সোনিয়া সোটোমেয়র ছিলেন ট্রাম্পের নির্দেশ স্থগিত রাখার পক্ষে। সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের বড় জয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

Spread the love