শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অর্ধগলিত অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে দু-তিন দিন আগে ওই নারীকে হত্যা করে কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর গর্ত করে পুতে রাখা হয়। স্থানীয়রা ওই নারীর লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারা এ হত্যার সাথে জড়িত তা উদঘাটন করা হবে।

Spread the love