শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ইটভাটায় প্রকাশ্যে অবৈধভাবে খড়ি পুড়াছে : ধংসের মুখে পরিবেশ

ঠাকুরগাঁওয়ের অধিকাংশ অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটা গুলোতে প্রকাশ্যে খড়ি পুড়ছে। এতে ধ্বংসের মুখে, রয়েছে পরিবেশ। আকচা ইউনিওনের এস.এম.বি ভাটাতে গিয়ে দেখা যায় সেখানে কয়লার বদলে বাসের মুড়া গাছের গুড়ি এবং অনেক খড়ি দিয়ে প্রকাশ্যে ইট পুড়ছে। এতে করে এলাকার স্বাভাবিক পরিবেশ হুমধির মুখে।
এলাকাবাসি জানায় তাদের কোন ফলের গাছে ফল আসে না, এসব গাছ ভাটার ধোয়াই ধ্বংস হয়ে যাছে। যদিও সরকারি ভাবে বাগানে এর ২ কিলো মিটার এর মধ্যে ভাটা বসা নিষেধ কিন্তু দেখা যায় ওইঐ ভাটার ১০০ গজ এর মধ্যে তিনটি লিচু বাগান রযেছে। বাগান মালিক জানান ভাটার বিষাক্ত ধোয়ার প্রকোপে তার গাছে ফল আসছে না। এছাড়াও প্রতিনিয়ত বিষাক্ত ধোয়াই নষ্ট হয়ে যাচ্ছে আরও গাছ পালা, ভাটায় ইট বানানোর জন্য জমির উর্বর অংশ কেটে আনা হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত কমে যাচ্ছে ফসলের উৎপাদন। এলাকাবাসি এ বেপারে অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চায়।

Spread the love