শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে গম ক্ষেত হতে কৃষকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গম ক্ষেত হতে রমজান আলী (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রামের মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

রমজান আলী আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসীর জানায়, বুধবার দুপুরে বাপ-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হলে রমজান রাত্রে বাড়ী ফিরেনি। সকালে এলাকার লোকজন গম ক্ষেতে লাশ দেখে তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।

আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু (ডংগা) পরিবারের লোকজনের বরাত দিয়ে জানায়, গভীর রাতে বাড়ী ফেরার সময় মাঠে হোচট খেয়ে পড়ে গিয়ে আকস্মিক ভাবে রমজান মৃত্যুবরণ করে।

অন্যদিকে বালিয়াডাঙ্গী থানার এসআই খাইরুজ্জামান গ্রাম বাসীর বরাত দিয়ে বলেন, পুলিশ ঘটনাস্থলে লাশ পায়নি। এলাকার লোকজন পুলিশ পৌছানোর পূর্বেই লাশ বাড়ীতে উদ্ধার করে নিয়ে আসে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এলাকার লোকজন বলছে হার্ড স্ট্রোক করে মারা গেছে। পুলিশ এটাকে স্বাভাবিক মৃত্যু মনে করছে।

এদিকে রমজান নিখোজ হবার বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। গভীর রাতে তীব্র শীতের মাঝে শরীরে টি-শার্ট পরিহিত মাঠের মাঝখানে পড়ে থাকা লাশ বিষয়টি ব্যাপক সন্দেহ জনক। সঠিক রহস্য উদঘাটনের জন্য বিষয়টির তদন্ত প্রয়োজন মনে করছে এলাকার লোকজন

তবে সংবাদ লেখা পর্যন্ত  লাশ বাড়ীতে রয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে থানায় নিয়ে আসেনি।

Spread the love