শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহা পরিচালক ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক কবির বিন আনোয়ার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ হয়েছে ডিজিটাল। ডিজিটালের পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে হয়েছে ব্যাপক উন্নয়ন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সিভিল সার্জন ডা: আবু মো. খয়রুল কবির, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।

তিনদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৭০টি স্টলে ই-সেবা, ডিজিটাল সেন্টার, জেলা ব্রান্ডিং, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, রুরাল ই-কমার্স, তরুণদের উদ্ভাবন, পিঠা ঘর ইত্যাদি স্থান পেয়েছে।

Spread the love