শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নতুন পরিবহন আইন জানাতে মাঠে এসপি

ঠাকুরগাঁও প্রতিনিধি : সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে চালক-হেলপারসহ সবাইকে সচেতন করতে মাঠে নেমেছেন ঠাকুরগাঁওয়ের এসপি মো. মনিরুজ্জামান।

বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন সড়কে নতুন পরিবহন আইন জানাতে লিফলেট বিতরণ করেন তিনি। এর আগে তার নেতৃত্বে শহরের চৌরাস্তা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সচেতনতামূলক সভা হয়। 

এসপি মনিরুজ্জামান বলেন, আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর আহবান জানাই। এছাড়া গতি নিয়ন্ত্রণে রেখে সতর্ক থাকা, ঝুঁকিপূর্ণ ওভারটেক না করাসহ ট্রাফিক আইন মেনে চলুন।

চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাফিক আইন মেনে নিজের জীবন ও যাত্রী-পথচারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।   

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মো. ফারুক হোসেন, চন্দন কুমার রায়, নিরপদ সড়ক চাই ঠাকরগাঁও শাখার সভাপতি আবু মহিউদ্দিন প্রমুখ।

Spread the love