শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো জেএসসি- জেডিসি*র প্রথম পরীক্ষা

ঠাকুরগাঁও প্রতিনিধি : শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) প্রথম দিনের পরীক্ষা।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও সহ ৫ উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে জেএসসিতে বাংলা প্রথম পত্র ও জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস শুক্রবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ বছর ঠাকুরগাঁও জেলার ২৯টি কেন্দ্রে জেএসসিতে ২১ হাজার ১শ ৫৯ ও জেডিসিতে ৩ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এছাড়াও পরীক্ষায় নকলমুক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টি ভিজিলেস টিম গঠন করা হয়েছে।

Spread the love