শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবক লীগের দু পক্ষের সংর্ঘষে আহত-১৫

রবিউল এহসান রিপন ঠাকুরগাঁও প্রতিনিধি : ১৪ দলের ডাকা গণমিছিলে ঠাকুরগাঁও সেচ্ছাসেবক লীগের দু’ পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

 

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ১৪ দলের আয়োজনে শহরে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সমাবেশে সেচ্ছাসেবক লীগের জেলা আহবায়ক কামরুজ্জামান সুনামের নাম ঘোষনা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এসময় জেলা সেচ্ছাসেবক দলের বিপরীতে পক্ষের নেতা কর্মীরা সভায় হামলা চালায়। এ সময় কমপক্ষে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেলসহ ১৫ জন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি জানান, কয়েকদিন আগে সেচ্ছাসেবক লীগের দুটি পক্ষ পৌর ও থানা কমিটির নাম ঘোষনা করার জের ধরে এ ঘটনা ঘটেছে।

 

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গণমিছিলে পরে সমাবেশে জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়কের নাম ঘোষনা করায় এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

Spread the love