শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

Thakurবকেয়া বেতনের দাবিতে ৩দিনের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি শেষে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মবিরতির ফলে ওই হাসপাতালের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক দেয় চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে স্বাস্থ্যসেবা হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে চৌরাস্তায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা । ঘন্টা ব্যাপি অবরোধের জন্য শহরের চরম যানজটের সৃষ্টি হয়।
এ সময় বক্তব্য রাখেন ডা. নূর আলম মন্ডল, মঞ্জুরুল ইসলাম ও সারোয়ার হোসেন  প্রমুখ।
ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত ওই হাসপাতালের ১২৬ জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী গত নয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না।
হাসপাতাল সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ে ২০০৬ সালে স্বাস্থ্যসেবা হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পের অধীনে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতাল ও রানীশংকৈল স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১২৬ জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন।

Spread the love