বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁয়ে লটারি মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চলতি আমন মৌসুমে প্রতি কেজি ৬০ টাকা দরে সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে ঠাকুরগাঁয়ে।
সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ,কে এম কামরুজ্জামান সেলিম
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন, জেলা কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, উদ্বোধন কর্মকর্তা, জনপ্রতিনিধি,কৃষক প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ মৌসুমে ১৬ হাজার ২০০ ২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে জেলার পাঁচটি উপজেলা কৃষকের কাছ থেকে।
এর মধ্যে সদর উপজেলায় ৬৮৬-৪৮ জন কৃষকের মধ্যে থেকে লটারির মাধ্যমে জনপ্রতি ৬০৯৫ টন ধান সরবরাহ করতে পারবে।
কৃষি বিভাগ জানায় এ বছর জেলায় ১ লাখ ৩৬ হাজার ৯২৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর পরিমাণ জমি থেকে প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিভাগ।

Spread the love