বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাও সুগার মিলস্ লিঃ ও পীরগঞ্জ কাজী ফার্মের বিষাক্ত বর্জে বোচাগঞ্জের টাঙ্গন নদীর পানিতে ভয়াবহ দূষণ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ ঠাকুরগাও সুগার মিলস্ লিঃ ও পীরগঞ্জ কাজী ফার্মের বিষাক্ত বর্জে বোচাগঞ্জের টাঙ্গন নদীর পানিতে ভয়াবহ দূষণ দেখা দিয়েছে। য়ার ফলে বড় বড় বোয়াল, রুই, কাতল, আইড় সহ নদীতে প্রজনকৃত সকল প্রজাতির মাছের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মোঃ নাহিদ হাসান এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঠাকুরগাও সুগার মিলস্ লিঃ ও পীরগঞ্জ কাজী ফার্মের বিষাক্ত বর্জ নদীতে ফেলার কারণে গত দুই দিনে প্রায় ১০লক্ষ টাকার মাছ নিধন হয়েছে। তিনি বলেন, ২০১৭ সালেও এমন ঘটনা দেখা দিয়েছিল। সে সময় ঠাকুরগাও জেলা প্রশাসক ও পীরগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের হস্তক্ষেপে ২০১৮ সালে টাঙ্গন নদীতে বর্জ ফেলা বন্ধ করে ঠাকুরগাও সুগার মিলস্ লিঃ ও পীরগঞ্জ কাজী ফার্মে কর্তৃপক্ষ  কিন্তু ২০১৯ সালে পূনরায় বিষাক্ত বর্জ নদীতে ফেলার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। মৎস্য অফিসার নাহিদ হাসান বলেন, মৎস্য অফিসের একার পক্ষে এত বড় সমস্যা সমাধান করা সম্ভব নয় এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় টাঙ্গন নদীতে মৎস্য প্রজনন করা সম্ভব হবে না।

Spread the love