শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডাঃ এম. আমজাদ হোসেনের উদ্যোগে চিরিরবন্দর ও খানসামায় ৫ হাজার কম্বল বিতরন

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলার অসহায়, দুঃস্থ ও এতিম শীতার্তদের মাঝে ৫ হাজারেরও বেশী কম্বল বিতরন করেছে ঢাকার ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির সাবেক সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবি ফাউন্ডেশনের চেয়ারমান অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন।

এরই অংশ হিসেবে গতকাল অধ্যাপক ডাঃ এম. আমজাদ হোসেনের পক্ষে দিনভর খানসামা উপজেলার মারগাঁও, কাচিনীয়া, পাকেরহাট ও গোবিন্দপুরের এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিতরণকালে এবি ফাউন্ডেশনের উপ-পরিচালক জয়ন্ত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক চিরিরবন্দর উপজেলার সাবেক কৃষক লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডল, খানসামা উপজেলার ভাবকী ইউপি’র সাবেক চেয়ারম্যান কিশোরী মোহন রায়, খানসামা দ্বি-মূখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, অমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আশিকুল আলম, ইউপি সদস্য আব্দুস সালাম এবং খাসখবর সম্পাদক রেজাউল ইসলাম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন চিরিরবন্দর উপজেলার বিভিন্ন স্থানে নিজেই অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।

Spread the love