শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাক্তাররা কর্মস্থলে থাকেন, সে বিষয়ে তাদের মোটিভেট করছি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ডাক্তারদের উপস্থিতি নিয়ে অনেক কথা হয়। এ বিষয়ে আমি পদক্ষেপ নিয়েছি। আগামীতে যাতে ডাক্তাররা কর্মস্থলে থাকেন, সে বিষয়ে তাদের মোটিভেট করছি।

শুক্রবার জাতীয় প্রেসক্লা‌ব মিলনায়ত‌নে কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতাদের এক সম্মাননা অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদেরকে উপজেলায় থাকার বাসা এবং গাড়ি দেওয়ার ব্যবস্থা করছি। যারা নিজ নিজ কর্মস্থলে থাকবেন না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়টি একদম পরিষ্কার।’

তিনি আরও বলেন, ‘জনগণকে সেবা দিতে হবে। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে গাড়ি চলে, বেতন হয়, বাড়ি হয়। সেই জনগণ সেবা পাবে না— এই ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’

দেশের সব ব্লাড ব্যাংকগুলোকে মানসম্পন্ন করতে সরকার কাজ করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ব্লাড ব্যাংকের অভাব আছে। আর যেগুলো আছে সেগুলোও মানসম্পন্ন নয়। বিশেষ করে প্রাইভেট সেক্টরের ব্লাড ব্যাংকগুলোকে সঠিকভাবে মেনটেইন করা হয় না। অনেক আছে যেগুলো নিয়ন্ত্রণে নাই।

আশা করি, প্রাইভেট বা সরকারি সেক্টরেই হোক— ব্লাড ব্যাংকগুলো যেন ভালো হয়। রক্ত রাখার যে জায়গা বা মেশিন থাকে, সেগুলো ভালো নাই। আমরা এ বিষয়গুলো নজরে নিয়েছি। পাশাপাশি ডায়াগনেস্টিক সেন্টারগুলোও তদারকি করবো। আমরা এ বিষয়ে কাজ করছি, যাতে করে তারা মানসম্পন্নভাবে ডায়াগনেস্টিক সেন্টারগুলো পরিচালনা করে। জনগণ যেন প্রতারিত না হয়, কষ্টে না পড়ে, অতিরিক্ত ফি যেন না দিতে হয়, মানসম্পন্ন টেস্ট ও রেজাল্ট পায়, সেদিকে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারী, বিএসএমএমইউ-এর অধ্যাপক এবিএম ইউনুস আলীসহ ফাউন্ডেশনের কর্মীরা।

Spread the love