বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনে মোবাইল কোর্টে জরিমানা

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় পশ্চিম ছাতনাই ইউনিয়নের মাষ্টার পাড়া নামক গ্রামে মোবাইল কোর্টে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলণ কারীদেরকে (২০.০০০) বিশ হাজার টাকা জরিমানা করেছেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. নাজমুন নাহার মুন। জানা যায়, ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ডিমলা থানার পুলিশের এসআই মাসুদ মিয়া’র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিনি উক্ত গ্রামের  মৃত: গণি মিয়ার ছেলে শফিকুল ইসলাম এবং তাঁর ছেলে লিপটনকে এ জরিমানা করেন। এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত অধিক শক্তিশালী শ্যালো মেশিন, পাইপ লাইন ও সকল যন্ত্রপাতি জব্দ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুন বলেন, উপজেলায় কোন ভাবেই অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয় না। কেহ করে থাকলে তা চুপিসারে অবৈধভাবেই উত্তোলন করছেন। তবে বালু উত্তোলনের খবর পেলে এবং হাতে নাতে ধরতে পারলে কোন ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরো বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র ধারায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধ সংঘটিত হলে আইনী ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে।

Spread the love