মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিমলায় আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস-২০১৭ পালিত

মোঃ জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: সারা দেশের সাথে ৯ ডিসেম্বর শনিবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৭ পালিত হয়েছে তার সাথে একই দিনে ডিমলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, একতাবদ্ধ হই” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উক্ত কমিটির সভাপতি কামরুল আহসান লিজুর নেত্রীত্বে সকাল ১০ টায় পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শণ, বেলুন, ফেস্টুন ও দেশ ও জাতির স-ুখময় শান্তি কামনা করে শান্তির পায়ড়া অবমুক্ত করে  উপজেলা পরিষদ চত্তর থেকে একট র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে এসে উপজেলা বিপনী কেন্দ্রের সামনে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন শেষে উপজেলা অডিটরিয়াম হল রুমে নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে আদাবাড়ী স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক শফিকুল ইসলাস স্বপন ও ছাতনাই ১ নং সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার কনার সঞ্চলনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, ডিমলা মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, জনতা ডিগ্রী কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তপন কুমার রায় প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, স্থানীয় সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। আলোচনা শেষে জয়িতা অন্বেষনে অর্থনৈতিক ভাবে সাফল্য করে খগাখড়িবাড়ী ইউনিয়নের মোছাঃ শেফালী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে গয়াবাড়ী ইউনিয়নের রেহানা পারভীন, সফল জননী ক্ষেত্রে ডিমলা সদর ইউনিয়নের মোছাঃ আনজুয়ারা বেগম, নির্যাতনের বিভিষিক্ষা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে বালাপাড়া ইউনিয়নের জোসনা বেগম ও সমাজ উন্নয়নের অসামান্য অবদান অর্জন করে টেপাখরিবাড়ী গ্রামের ফরিদা বেগমসহ মোট ৫ জন নারীকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পুরস্কার প্রদান করা হয়।

Spread the love