বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় এলজিইডি’র আরইএমপি-২ প্রকল্পের নারীদের সঞ্চয়ের মুলধন ফেরদে চেক প্রদান

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ১৩ আগষ্ট সোমবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলা এলজিইডি কার্যায়ের আয়োজনে রুলাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম আরইএমপি-২ প্রকল্পে নিয়োজিত গ্রামীণ নারীদের সঞ্চয়ের অর্থ ফেরৎ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলী আবু জাফর মো: সালেহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমূখ। উপজেলা এলজিইডি অফিসের হিসাব সহকারী আসাদুজ্জামান মানিকের উপস্থাপনায় বক্তৃতা করেন আরো অনেকে। অনুষ্ঠানে উপজেলার ১’শ নারীর প্রত্যেককে ৬৭ হাজার ৬’শ ৩২ টাকার হারে মোট ৬৭ লাখ ৬৩ হাজার ২’শ টাকার চেক প্রদান করা হয়। সঞ্চয়ের মূলধন অর্থ ফেরৎ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার হতদরিদ্র এসব নারীদের উদ্দেশ্যে বলেন, সঞ্চয়ের এ অর্থ আপনারা কেহ নষ্ট করবেন না। আমি আশা করবো আপনারা এ অর্থ দিয়ে ভালো কিছু করবেন। প্রয়োজনে এ সঞ্চয়ের অর্থ ব্যাংকে জমা করেও নিদানকালে ব্যবহার করবেন। তিনি আরো বলেন, এলজিইডি’র এ অর্থ আপনাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আমার বিশ্বাস। হতদরিদ্র সঞ্চয়ের এ অর্থ ফেরদের চেক পেয়ে আনন্দ প্রকাশ করে উক্ত প্রকল্পের নারী জানান, আসন্ন ঈদ-উল আযহায় আমাদের কাজে আসবে। তারা আরো বলেন, ছেলে-মেয়েদের নিয়ে ঈদ আনন্দে ঈদ উৎযাপন করতে পারবো।

Spread the love