শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মো: জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ‘‘পরিকল্পিত পরিবার গড়ি মাতৃ মৃত্যু রোধ করি, দু’টি সন্তানের বেশী নয় একটি হলে ভালো হয়’’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের  আয়োজনে গতকাল দুপুরে  উপজেলা হল রুমে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম-এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। এ ছাড়াও উপস্থিত ছিলের অত্র উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় পঃপঃ বিভাগের দায়িত্ব প্রাপ্ত এম.ও.এমসি.এইচ.এফপি ডাঃ মহসীন সরকার, পরিবার পরিকল্পনার অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ পালন  উপলক্ষে ৩০ ডিসেম্বর ২০১৭ হতে ৪ জানুয়ারী ২০১৮ পর্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সেবা সপ্তাহ পালন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

Spread the love