শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিমলায় জাতীয় শোক দিবস পালন

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সারা দেশের ন্যায় প্রতিবারের মত এবারও ১৫ আগষ্ট বুধবার নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি জাতীয় শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলার শুটিবাড়ী মোড় স্মৃতি অম্লানের পাদদেশে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য করে শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানা অফিসার্স ইনচার্জ ওসি মফিজ উদ্দিন শেখ, তদন্ত ওসি সোহেল রানা।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার’র সঞ্চলনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়, ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকার, ডিমলা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মৎস্য লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেত্রীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বে-সরকারী কর্মকর্তা-কমৃচারী, জনপ্রতিনিধি, জিও, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর ভাষন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Spread the love