শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিমলায় নিখোজের ১ দিন পর শিশুর লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ডিমলায় নিখোজের ১ দিন পর জাহিদ হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। শিশু জাহিদ নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়নের বোচাগাড়ী সরকার পাড়ার আশাদ আলীর পুত্র। এলাকাবাসী সুত্রে জানা যায়, শিশু জাহিদ তার নানীর বাড়ীতে ছোট থেকে বড় হয়েছে। তার মা জরিনা বেগম প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর শিশু জাহিদকে জরিনা বেগম তার মা ও ভাইয়ের কাছে রেখে আলমগীর হোসেনকে দ্বিতীয় বিয়ে করে স্বামী সংসার করে বসবাস করছে একই গ্রামে। শিশুটি তার অতিদরিদ্র গরীব জনম-দুঃখিনী নানীর বাড়িতে থাকতো। তার নানী ও মামা জানায় গত (১১ ডিসেম্বর) সোমবার বিকেলে প্রতিদিনের মত বাড়ীর সামনে খেলাধুলা করছিল কিন্তু সন্ধ্যা পেরিয়ে আসলে বাড়ীতে না ফেরায় জাহিদের মামা আলিমুদ্দিন বাড়ীর আশ-পাশ, মুদীদোকানসহ এলাকায় সব জায়গায় অনেক খোজাখুজি করে এবং ওই গ্রামের অনেক মানুষজনের কাছে জাহিদের সন্ধ্যান চায় কিন্তু জাহিদের সন্ধ্যান আর মিলে না। মঙ্গলবার সকালে উক্ত এলাকাবাসী বাড়ী থেকে ৫শ গজ পূর্বদিকে একটি লেচু বাগানে শিশু জাহিদের লাশ গলায় আঘাতের চিহ্ণ ও মুখে রক্ত মাখা অবস্থায় পরে থাকা দেখে জাহিদের পরিবারে খবর দিলে নানী আলেমন বেগম, মামা আলিমুদ্দিন সেখানে গিয়ে লাশটি জাহিদেও বলে সনাক্ত করে। পরে ডিমলা থানায় খবর দিলে ওসি তদন্ত মফিজ উদ্দিন শেখ সঙ্গীয়ফোর্সসহ ঘটনাস্থল এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে লাশ উদ্ধারের পর ময়না তদন্ত জন্য জেলা মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে ডিমলা থানা অফিসার ইনজার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে , এব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে তবে প্রাথমিক ভাবে ধারনা কারা জাচ্ছে শিশুটিকে গলায় শাশ রোধ করে হত্যা করার পর ফেলে রেখে পালিছে র্দুবৃত্তরা। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল ঘটনা বোঝা জাবে। বিষয়টি ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার নিশ্চিত করেন।

Spread the love