বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিমলায় প্রযুক্তি বিষয়ক কৃষকদের প্রশিক্ষণ প্রদান

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “চাই যদি প্রযুক্তি বিষয় কৃষি খাদে উন্নয়ন, সকলে মিলে করবো দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ” এ শ্লেগানে নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কৃষিচাষে দক্ষতাবৃদ্ধির লক্ষে কৃষকদের ১২ নভেম্বর সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কষক তালিকা হতে ধারাবাহিকভাবে ১’শত ৫০ জন নারী-পুরুষকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়ের সঞ্চলনায় উক্ত প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সেকেন্দার আলী, অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী’র অতিরিক্ত উপ-পরিচালক শশ্য মো: সিরাজুল ইসলাম। প্রশিক্ষনের প্রথম দিনে তিন ব্যাচের মোট ৯০ জন নারী/পুরুষ কৃষক প্রশিক্ষনার্থী উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ নভেম্বর থেকে চলতি সপ্তাহে পাঁচটি ব্যাচে ধারাবাহিকভাবে উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন করে ১’শত ৫০ জন কৃষক নারী/পুরুষকে এ প্রশিক্ষন প্রদান করা হবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

Spread the love