শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় বিজয়ের মাসে জাতীয় পতাকা বিক্রি করে দক্ষিণ অঞ্চলের ভাষমান হকাররা

মোঃ জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: বিজয় দিবস কিংবা যে কোন স্বাধীনতা দিবস উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে আমাদের জাতীয় পতাকা। ১৬ ডিসেম্বর বাঙ্গালীর জাতীয় জীবনে সবচেয়ে বড় উৎসবের দিন। শুধু উৎসবের দিনেই নয়, শোকের দিনো জাতীয় পতাকা সর্বব্যাপী ব্যবহার হয়ে থাকে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এই দুটি দিনকে সামনে রেখে ডিসেম্বর মাসে প্রতি বছরে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন পথে-ঘাটে, মাইক্রেবাস আরহি, পিকআপ, অটোরিক্সা, ভ্যান, রিক্সা, বাইছাইকেল, মটরসাইকেল আরহির কাছে, ছোট-বড় দোকানে, অফিসে, জাতীয় পতাকা বিক্রির ধুম পড়ে এবং জমজমাট ভাবে ব্যবসা জমে উঠে। এবারো ডিসেম্বর মাসের শুরু থেকেই ডিমলা উপজেলার ছোট-বড় রাস্তা ও পাড়া-মহল্লায় মৌসুমী হকারদের বিভিন্ন সাইজের জাতীয় পতাকা বিক্রি করতে দেখা গেছে। মৌমুমী হকাররা বেশীরভাগই ঢাকাসহ দক্ষিণ অঞ্চলের ভাষমান পেশাজীবী শ্রেণীর মানুষ। এবারের উপজেলার বাবুরহাট বাজারে ডিসেম্বর মাসের ১৫ তারিখ শুক্রবার সকালে পতাকা বিক্রেতা মোঃ আমদ আলীর সাথে দেখা মিলে। তার বাড়ি ফরিদপুর জেলার নগর কাঁন্দা থানার ডাঙ্গী বাঙ্গাল কান্দা গ্রামে। সে ওই গ্রামের মৃত: কাইমুদ্দির ছেলে। সে জানায় আমরা এবার আমাদের এলাকা থেকে প্রায় ১৫ জন গোটা নীলফামারী জেলায় এই ব্যবসা নিয়ে এসেছি। ভ্রাম্যমান পতাকা বিক্রেতা আমদ আলীর সাথে কথা বললে তিনি জানান, বছরের অন্যান্য সময় নিজ এলাকায় বিভিন্ন ধরনের হকারীসহ নানান ধরনের  ব্যবসা করে থাকি। আর যখন কোন দিবস সামনে আসে তার কয়েকদিন আগ থেকে বিভিন্ন জেলায় গিয়ে-গিয়ে পতাকা বিক্রি করি। সে আরো বলেন, এবছর মোটামোটি ভাল বেচাকেনা হয়েছে তবে কয়েকদিনের তুলনায় আজ সবচেয়ে বেশী বিক্রি করেছি। এভাবে ব্যবসা করে আবার নিজ এলাকায় ফিরে যাব আমরা। এবার ৬ ফুট বাই সারে ৩ ফুট প্রতি পতাকা ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি করেছে। এছাড়াও ছোট-ছোট ষ্টিক পতাকা, হাত ও মাথার ব্যান্ড গুলো প্রতি পিচ ১০ টাকা করে উদ্যে ২০ টাকা পর্যন্ত বিক্রি করেন।

Spread the love